তালেবানিরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর তাদের প্রতিবেশি দেশ পাকিস্তানে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ক্রিকেট দলের সফর পড়ে গেলো অনিশ্চয়তার মধ্যে। বাংলাদেশ সফর শেষ করে পাকিস্তান যাবার কথা ছিল নিউজিল্যান্ডের।
১৭ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং পরবর্তীতে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবার সূচি চূড়ান্ত করা হয়। পাকিস্তানে গেলে এটি হতো ১৮ বছর পর নিউজিল্যান্ডের পাকিস্তান সফর। কিন্তু দযাওয়া নিয়ে দেখা দিলো ঘোর অনিশ্চয়তা।
কারণ আর কিছুই নয়। আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। অস্থির সময় পার করছে তারা। সেই অস্থিরতায় প্রতিবেশি দেশ পাকিস্তানে সফরকারী কিউইদের কতটা নিরাপত্তা দিতে পারবে পাকিস্তান ক্রিকেট বোর্ড , তা নিয়ে উঠেছে প্রশ্ন।
নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে যেতে চাচ্ছে না কিউই ক্রিকেটাররা। যদিও এখনও চূড়ান্ত হয়নি কিছু। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে নিরাপত্তা পর্যবেক্ষক রেগ ডিকেসনকে পাকিস্তানে পাঠাবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। পাকিস্তানের জন্য দুঃসংবাদ, শুধু নিউজিল্যান্ড নয়, ইংল্যান্ডও বিবেচনা করছে অক্টোবরের পাকিস্তান সফর নিয়ে।