আফগানিস্তানে তালেবানের হামলায় বিপর্যস্ত আফগান বাহিনী। নিয়মিত আক্রমণ চালিয়ে তালেবান আফগান বাহিনী থেকে ছিনিয়ে নিচ্ছে বিভিন্ন গোলাবারুদ। এবার জানা গেছে, আফগান সেনাবাহিনীকে উপহার হিসেবে দেওয়া ভারতের একটি অ্যাটাক হেলিকপ্টার নিজেদের দখলে নিয়েছে তালেবান।
আফগান বিমান বাহিনীকে উপহার হিসেবে ২০১৯ সালে চারটি ‘এম-৩৫’ অ্যাটাক হেলিকপ্টার দিয়েছিল ভারত।
ভারতের দেওয়া আধুনিক এসব গানশিপগুলোতে রকেট ও মিসাইল থেকে শুরু করে বিভিন্ন রকমের হাতিয়ার বহন করা যায়। চারটির মধ্যে একটি কুন্দুজ বিমানবন্দরে রাখা ছিল।
সোশ্যাল মিডিয়া পোস্টকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম দাবি করেছে, ভারত আফগান সেনাবাহিনীকে যে কয়েকটি এমআই-৩৫ হেলিকপ্টার গানশিপ উপহার হিসেবে দিয়েছিল, এর মধ্যে একটি কুন্দুজ বিমানবন্দর থেকে নিয়ে গেছে তালেবান।
তবে এদিকে অন্য একটি সূত্র দাবি করেছে, হেলিকপ্টারটি কয়েকদিন যাবৎ অকেজো হয়ে পড়ে ছিল। ফলে দখলে নিলেও তালেবান বাহিনী কাজে লাগাতে পারবে না কপ্টারটি। এদিকে এ বিষয়ে এখনো কোনও মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।