আফগান শরণার্থী ঠেকাতে সীমান্তে দেয়াল তুলছে তুরস্ক

0

কাবুলে তালেবান সরকার আসার পর আফগানিস্তান থেকে আসা শরণার্থী ঠেকাতে সীমান্তে দেয়াল নির্মাণ করার কাজ শুরু করেছে তুরস্ক। খবর বিবিসির।

আফগানিস্তানের সঙ্গে তুরস্কের কোনো সরাসরি সীমান্ত নেই। কিন্তু সম্প্রতি ঘটা সংঘাতে প্রচুর মানুষ ইরানে চলে গেছেন৷ এসকল মানুষের ইরান-তুরস্ক সীমান্ত পাড়ি দিয়ে তুরস্কে যাওয়ার ইচ্ছা রয়েছে। তাই ইরানের সঙ্গে থাকা সীমান্তে দেয়াল নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে তুরস্ক।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়েছে, সীমান্তে দেয়াল তোলার কাজ শেষ হলে এর দৈর্ঘ্য দাঁড়াবে ২৯৫ কিলোমিটার। ইরানের সঙ্গে এই সীমান্তে কোথও কোথাও কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে এবং কয়েকটি জায়গায় পরিখা খনন করা হচ্ছে।

হুরিয়েত ডেইলিকে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেন, ‘আমাদের কাজের গতি বাড়ানো হয়েছে। নির্মাণ হওয়া এই সীমান্তদেয়াল পার হওয়া কারো পক্ষে সম্ভব হবে না।’