ব্রাজিলকে বিশ্বকাপে এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। সেই যাত্রায় সম্ভবত তারা পুরোপুরি পাচ্ছে না দলের প্রাণভোমরা নেইমারকে! বাকি ম্যাচগুলোতে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে! কানে এসেছে, ফের ইনজুরিতে পড়েছেন তিনি!
নেইমার এখনো শতভাগ ফিট নন। তারপরও ব্রাজিলের হেক্সা মিশনের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে পুরোটা সময় খেলেছেন তিনি। যত সমস্যা এখানেই। সেই ম্যাচে ১০বার ফাউলের শিকার হয়েছেন এ ফরোয়ার্ড। তাতে তার পায়ের ব্যথা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। খেলার মাঝপথে তাকে একবার খুঁড়িয়ে খুঁড়িয়েও হাঁটতে দেখা গেছে। ম্যাচ শেষেও একইভাবে মাঠ ছেড়েছেন।
চাউর হয়েছে, পরের সব ম্যাচে খেলতে পারবেন না নেইমার। তবে ব্রাজিলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আগামী শুক্রবার কোস্টারিকার বিপক্ষে ম্যাচ রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সেই ম্যাচে নামার আগে একবার তার ফিটনেস পরীক্ষা করা হবে। তারপরই এ যুবরাজের সার্বিক অবস্থা জানা যাবে।
এরআগে গেল ফেব্রুয়ারিতে ফ্রেঞ্চ লিগে পিএসজির হয়ে মার্সেইয়ের বিপক্ষে চোট পান নেইমার। এতে তার বাঁ পায়ের মেটাটারসাল ভেঙে যায়। পরে ছুরি কাঁচির নিচে যেতে হয় তাকে। তার ধকল এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি।