আবারো রেফারির ভুলে পয়েন্ট হারালো বার্সেলোনা; ইনজুরির কবলে স্যামুয়েল উমতিতি

0

মাঠে এবং মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট ফুটবল ক্লাব বার্সেলোনার। রেফারির ভুলে টানা দুই ম্যাচ পয়েন্ট হারালো লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি। গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার মাঠে লিওনেল মেসির শট গোল লাইন অতিক্রম করলেও গোল দেননি রেফারি। ফলে ১-১ এ ড্র নিয়েই ফির‍তে হয় আর্নেস্তো ভ্যালভেদ্রের দলকে।

শনিবারে বাংলাদেশ সময় সময় সন্ধ্যা ছয়টায় কাতালুনিয়ান ক্লাবটির হোম গ্রাউন্ড ক্যাম্প ন্যুতে আবারো রেফারির ভুলে পয়েন্ট হারালো বার্সা। ২০ মিনিটে দারুণ এক কাউন্টার এট্যাকে এগিয়ে যায় আমন্ত্রিত দল চেল্টা ভিগো। ডানপ্রান্ত দিয়ে দ্রুত বেগে বল নিয়ে বার্সা সিমান্তে ডুকে যাওয়া দিয়াগো আসপাসের ক্রসে বার্সার জালে শট নিয়েছলো ম্যাক্সি গোমেজ। বার্সার গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন সেই শট ফিরিয়ে দিলেও ফিরতি শটে গোল করেন আসপাস। তার দুই মিনিট যেতে না যেতেই ব্রাজিলিয়ান পৌলিনহোর পাস থেকে বার্সাকে সমতায় ফেরায় লিওনেল মেসি।

ম্যাচের ২৫ মিনিট সময়ে লক্ষ্যভেদ করতে সমর্থ হয় লুইস সুয়ারেজ। কিন্তু লাইন্সম্যান ভুল করে অফসাইড দিয়ে দিলে গোল বঞ্চিত হতে হয় বার্সাকে। ৬১ মিনিটে জর্ডি আলবার পাস থেকে পুনরায় গোল করেন লুইস সুয়ারেজ। কিন্তু ম্যাচের ৬৭ মিনিটে আবারো কাউন্টার এট্যাক থেকে গোল আদায় করে নেয় চেল্টা ভিগোর ম্যাক্সিমিলিয়াম গোমেজ। এরপর একাদিক সুযোগ পেয়েও গোল করতে না পারায় ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বার্সাকে। এই ম্যাচে গোলের সুবাধে ১৩ গোল নিয়ে লা লিগার এই সিজনে সর্বোচ্চ গোলদাতার আরো পাকাপোক্ত করলেন লিওনেল মেসি। 

মাঠে যখন এই অবস্থা মাঠের বাইরেও ভোগান্তিতে আছে বার্সা। ৬৭ মিনিটে চেল্টা ভিগোর গোলটা এড়াতে পারতো বার্সা। কিন্তু আসপাসকে ব্লক করেও তৎক্ষণাৎ হ্যামস্ট্রং ইনজুরিতে পরে যায় বার্সার ফরাসী সেন্টার ব্যাক স্যামুয়েল উমতিতি। উমতিতির ইনজুরিতে বেশ চাপে পড়ে গেল বার্সা। কেননা আরেক সেন্টার ব্যাক মাশ্চেরানো এমনিতেই কয়েকদিন ধরে মাঠের বাইরে রয়েছে ইনজুরির জন্য। বার্সার রিজার্ভ সেন্টারব্যাক থমাস ভার্মালিন দুই সপ্তাহ আগে প্রায় দুই বছর পর বার্সার হয়ে খেলতে নেমেছেন ইনজুরির কারনে। দেখার বিষয় হচ্ছে কিভাবে এই ভঙ্গুর ডিফেন্স নিয়ে লড়াই করে বার্সালোনা? ১৪ ম্যাচ শেষে বার্সেলোনা ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান অবশ্য ধরে রেখেছে বার্সেলোনা।

রিপোর্টঃ সাব্বির আকিব

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে