আভানী চতুর্বেদী প্রথম কোনো ভারতীয় নারী, যিনি একা একটি জঙ্গিবিমান উড়িয়ে তাক লাগিয়েছেন। সোমবার গুজরাটের জামনগর বিমান ঘাটি থেকে জঙ্গিবিমান উড়িয়ে সফলভাবে মিশন শেষ করেন তিনি।
ভারতীয় বিমান বাহিনির এক কর্মকর্তা বলেন, চতুর্বেদী প্রথম নারী হিসেবে একাকী জঙ্গিবিমান উড়িয়েছেন। একটি মিগ-টুয়েন্টি ওয়ান বাইসন জঙ্গীবিমান উড়িয়ে তিনি এ সাফল্য অর্জন করেন।
তিনি জানান, বিমান বাহিনির তিন নারী বৈমানিক- আভানী চতুর্বেদী, ভাওয়ানা কান্থ এবং মোহনা সিং জঙ্গীবিমান পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সম্পন্ন করেন।
এই তিনজনই ফ্লাইং অফিসার হিসেবে ২০১৬ সালের জুলাইয়ে কমিশন পেয়েছিলেন। এর এক বছরেরও কম সময়ে জঙ্গিবিমান পরিচালনায় নারীদের সম্পৃক্ত করতে পরীক্ষামূলকভাবে পরিকল্পনা গ্রহণ করে ভারত সরকার। তারই প্রতিফলন আভানীর এই মিশন।
ভারতীয় বিমান বাহিনি এরই মধ্যে পরবর্তী ব্যাচের জন্য আরো তিন নারীকে জঙ্গীবিমান পরিচালনার প্রশিক্ষণের জন্য নির্বাচিত করেছে।
সূত্র: এনডিটিভি