ফায়ার অ্যান্ড ফিউরি’ বই নিয়ে তোলপাড় সৃষ্টির পর যুক্তরাষ্ট্রে এখন নতুন এক বিতর্ক সৃষ্টি হয়েছে। আর তাতেই ফোঁড়ন কেটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নতুন এ বিতর্ক টকশো রানী অপরাহ উইনফ্রে’কে নিয়ে।
এবার গোল্ডেন গ্লোব এওয়ার্ড থেকেই আলোচনায় উইনফ্রে। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন তিনি। সে সম্ভাবনা জোরালো হয়েছে। তার কয়েকজন ঘনিষ্ঠ সূত্র এমনটাই আভাস দিয়েছেন। এ নিয়ে কথা বলেছেন, ট্রাম্প।
তিনি মনে করেন না যে, অপরাহ উইনফ্রে প্রেসিডেন্ট পদে লড়াই করবেন। আর যদি করেনই তাহলে যে করেই হোক তাকে পরাজিত করবেন তিনি। বার্তা সংস্থা এপি এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট উইনফ্রে? না, এ বিষয়টি মেনে নিতে পারেন না প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি মঙ্গলবার হোয়াইট হাউজে বৈঠক করেন।
সেখানেই ঘোষণা দেন, আমি অপরাহকে পরাজিত করবো। এক্ষেত্রে অপরাহ হবেন বিশাল এক কৌতুকের বিষয়। আমি তাকে খুব ভালভাবে চিনি। উল্লেখ্য, ১৯৮৮ সালে অপরাহ উইনফ্রে শো’তে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ২০১১ সালে পরিবার সহ আবার যোগ দিয়েছিলেন।