বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের উত্তেজনাকর পরিস্থিতির জন্য আম্পায়ারদের দায়ী করেছে সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। তিনি বলছেন ‘নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ওই দুটি বল ছিল ‘নো’। এটা আম্পায়ারদের ভুল। কথা বলেই তারা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পারতেন। কিন্তু তারা সেটা করতে ব্যর্থ হয়েছেন।”
বাংলাদেশের খেলোয়াড়দের আচরন প্রসঙ্গে তিনি বলেন “বাংলাদেশের খেলোয়াড়রা যে প্রতিক্রিয়া দেখিয়েছে, বিশেষ করে তারা যেভাবে ম্যাচ থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে, সেটা তরুণদের জন্য মোটেও শিক্ষণীয় কিছু নয়। এটা ঠিক যে ম্যাচের ওই পরিস্থিতিতে খেলোয়াড়েরা খুবই আবেগপ্রবণ ছিলেন। কিন্তু খেলার প্রতি তো তাদের একটা দায়িত্ববোধ আছে!’
এদিকে নিদাহাস ট্রফির ফাইনালে ভারতকে ফেভারিট মনে করছেন জয়াবর্ধনে। তার মতে বোলিং এ অনেক এগিয়ে ভারত। তবে ব্যাটিং দুই দলই প্রায় সমান। টপ অর্ডার ব্যাটসম্যানদের অভিজ্ঞতার কারনে ব্যাটিং এ বাংলাদেশকে কিছুটা এগিয়ে রাখছেন তিনি।
তবে তার মতে টি২০ হচ্ছে মানসিক চাপকে জয় করার খেলা। যে দল চাপমুক্ত হয়ে খেলবে সে দলই জিতবে। এক্ষেত্রে ভারতের তুলনায় বাংলাদেশ এর উপর চাপ কম মনে করেন তিনি। এ ম্যাচে বাংলাদেশের হারানোর কিছু নেই। পাওয়ার আছে অনেক কিছু। যেহেতু আগের দুই ম্যাচ ভারতের কাছে হেরেছে বাংলাদেশ তাই বাংলাদেশের প্রত্যাশা কম থাকবে। ফলে চাপমুক্ত হয়ে খেলতে পারবে বাংলাদেশ। এটা বাংলাদেশকে দিবে সুবিধা।
ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ায় লেখা এক কলামে এসব কথা বলেন মাহেলা।