রাশিয়া বিশ্বকাপের প্রীতি ম্যাচে মঙ্গলবার ৬-১ গোলের বিশাল ব্যবধানে আর্জেন্টিনাকে হারালো স্পেন। লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও সের্হি আগুয়েরোকে ছাড়া খেলতে নামা আর্জেন্টিনাকে এই দিন পাত্তাই দেয়নি হুয়ান লোপেতেগির শিষ্যরা। স্পেনের হয়ে হ্যাটট্রিক করেন ইসকো। সমান একটি করে গোল করেন দিয়েগো কস্তা, থিয়াগো আলকানতারা ও ইয়াগো আসপাস। আর্জেন্টিনার পক্ষে কেবল একটি গোল করেন নিকোলাস ওতামেন্দি।
ইতালির বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে জয় দিয়ে শুভ সূচনাই করেছিলো আর্জেন্টিনা। ওইদিনও পেশির চোটের জন্য দলের সঙ্গে ছিলেন না দলের সেরা তারকা লিওনেল মেসি। তবে মঙ্গলবার খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে দেখা যায় নি আর্জেন্টাইন অধিনায়ক। তবে গ্যালারিতে বসেই তিনি দেখেছিলেন সতীর্থদের করুণ পরাজয়।
গতকাল ম্যাচের শুরু থেকে বেশই ছন্দহীন ছিলো আর্জেন্টিনা। ম্যাচের অস্টম মিনিটেই নিজেদের সামনে আসা দারুণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় হিগুয়াইনরা। উল্টো ১২তম মিনিটে গোল খেয়ে চাপে পড়ে যায় মেসি সতীর্থরা। আন্দ্রেস ইনিয়েস্তার পায়ে লেগে বল পায় মার্কো আসেনসিও। পাশ পেয়ে তিনি বল পাঠান কস্তাকে। তারপর বাকিটা কাজ একাই সারেন দিয়েগো কস্তা।
কস্তার গোল ঠেকাতে গিয়ে চোট পান সের্হিও রোমেরো। যার কারণে ২২তম মিনিটে তার বদলে মাঠে নামানো হয় উইলি কাবাইয়েরোকে। ম্যাচের ২৭তম মিনিটে স্পেনের হয়ে দ্বিতীয় গোল করেন ইসকো। আসেনসিওর করা নিচু ক্রস সামনে ঠেলে দিয়ে জালে বল পাঠান তিনি।২৯তম মিনিটে সুযোগ পেয়ে ব্যবধান কমান আর্জেন্টাইন ফরোয়ার্ড ওতামেন্দি। কর্নার থেকে লাফিয়ে দারুণ এক শটে বল জালে পাঠান এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বেশ দুর্দান্ত ভাবে খেলে স্পেন। দ্বিতীয়ার্ধ শুরুর ৫৪তম মিনিটেই নিজের দ্বিতীয় গোলটি করেন ইসকো। তার দুই মিনিট পরে ব্যবধান আবারও বাড়ায় স্পেন। ৭৩তম মিনিটে দলের পঞ্চম গোলটি করেন আসপাস। তারপরের মিনিটে স্পেনের জয় সূচক গোলটি করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ইসকো। আর্জেন্টিনার সামনে আর কোন সুযোগ না আসলে ৬-১ ব্যবধানের বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয়।