আর্জেন্টিনার জেতার সম্ভাবনা কতোটুকু?

0
argentina

সত্যিকথা বলতে কি এই আর্জেন্টাইন টিমের ফ্রান্সের সাথে জেতার সম্ভাবনা খু্বই ক্ষীণ, এই রিয়ালিটিটা হজম করে খেলা দেখতে বসতে হবে।

আপাতদৃষ্টিতে নাইজেরিয়ার বিরুদ্ধে ম্যাচটা হিরোইক মনে হলেও, এই ম্যাচেও মেসি সাপ্লাই পায় নি, গোল হজম করার পর আটাশি মিনিট পর্যন্ত টিমের কোন আইডিয়া ছিল না তারা কি করছে। একটা সেট পিসও আর্জেন্টিনা কাজে লাগাতে পারে নি। একটা কর্নারও ঠিক মত পেনাল্টি বক্সে ঢুকে নি।এই দল নিয়ে বিশ্বকাপ জেতা তো দুরে থাক্ ROS পার করতে পারাই অনেক বড় চ্যালেঞ্জ।

ফ্রান্স ক্ষিপ্র গতির কাউন্টার এটাকিং টিম।কাউন্টার এটাকিং টিমের জন্য অফফর্ম পজেশনে খেলা টিম একটা রেডিমেড শিকার।দেশম মে বি 4-4-3 এই খেলাবে টিমকে, ক্লাসিক থ্রি ম্যান মিডে থাকবে ফ্রান্সের সাইলেন্ট কিলার কান্তে।

কাউন্টার এট্যাক থামানোর অন্যতম ওয়ে ডাবল পাইভট নিয়ে খেলা।ফরচুনেটলি আর্জেন্টিনার আগের ম্যাচে পার্থক্য করে দিয়েছিল একজন পাইভট-ই। বানেগা আর পেরেজকে ডাবল পাইভটে রেখে 4-2-3-1 ফর্মেশন যেখানে মেসি থাকবে জোন 14 এর আশেপাশে। স্ট্রাইকার এগুয়েরো, দুই উইংয়ে দায়বালা আর পাভন। ফ্রান্সে আটকানোর সবচেয়ে কার্যকর উপায় হতে পারে এটা।
গত একযুগে সফল টিমগুলো নিয়ে এনালাইসিস করলে একটা জিনিসই উঠে আসবে, এরা জোন 14 ইউটিলাইজ করেছে খুব ভালোভাবে। আর জোন 14 ইউজ করার জন্য আর্জেন্টিনার রয়েছে বিশ্বের সেরা খেলোয়াড়, লিওনেল মেসি।

ফ্রান্সের তরুণ টিমের সাথে ডি মারিয়া এবং হিগুয়েন মোটেই কার্যকর হবে না। এই দুই জায়গায় আর্জেন্টিনাকে চেঞ্জ আনতেই হবে।

লেখকঃ রওনক রাদ