৫ সেপ্টেম্বরে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয় পর্বের এই রাউন্ডে কোপা জয়ী আর্জেন্টিনাকে লড়তে হবে ভেনিজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে। তার আগে যেন ইঞ্জুরির মিছিল লেগেছে আকাশী-নীল শিবিরে।
৫ সেপ্টেম্বরের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। আর্জেন্টিনার স্কোয়াড এখনও ঘোষণা করেননি স্কলোনি। তিনি বিপাকেই পড়েছেন বলা চলে। একের পর এক ফুটবলার ইঞ্জুরিতে পড়ছেন। তালিকায় সর্বশেষ সংযোজন গোলকিপার অগুস্তিন মার্চেসিন। হাঁটুর চোটের ফলে মাঠের বাইরে চলে গেলেন মার্চেসিন।
প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। মূল গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের প্রধান বিকল্প মার্চেসিন। এর আগে ফরোয়ার্ড জোন থেকে এসেছে একাধিক ইঞ্জুরির দুঃসংবাদ। লুকাস আলারিওকে দিয়ে যার শুরু হয়।
কোপা আমেরিকা জয়ের পর সার্জিও আগুয়েরো, লাউতারো মার্তিনেজ, পাওলো দিবালা চোট পেয়েছেন। এবার পড়লেন মার্চেসিন। সবকিছু বেশ ভাবাচ্ছেন স্কলোনিকে। আগামী মাসে যে অগ্নিপরীক্ষায় নামতে হবে আলবিসেলেস্তেদের।