আর্জেন্টিনা ফ্রান্সের পরাজয়, স্পেনের ড্র

0
আর্জেন্টিনা ফ্রান্সের পরাজয়, স্পেনের ড্র

কোপা আমেরিকা জিতে ফুরফুরে মেজাজে থাকা আর্জেন্টিনার আনন্দে ভাটা এলো কিছুটা। যুব ফুটবলারদের অলিম্পিক মিশন শুরু পরাজয়ে। অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে পরাজিত হয় তারা।


ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোল করেন অস্ট্রেলিয়ান উইঙ্গার লেচলেন ওয়েলস। ২০০৮ সালের পর এবারই প্রথম অলিম্পিক ফুটবলে জায়গা হয় ক্যাঙ্গারুদের। ৮০ মিনিটে মার্কো টিলিয়োর দ্বিতীয় গোল নিশ্চিত করে আর্জেন্টিনার হার এবং অস্ট্রেলিয়ার দূর্দান্ত কামব্যাক।


ওদিকে মেক্সিকোর কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। পাঁচ গোলের সবগুলোই হয় দ্বিতীয়ার্ধে। অপরদিকে মিশরের সাথে গোলশূন্য ড্র-তে শুরু হয় স্পেনের অলিম্পিক যাত্রা।