জেরুজালেমের আল আকসা মসজিদে প্রবেশাধিকার নিয়ে দখলদার ইসরাইলি বাহিনী ও স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের সংঘর্ষ তীব্রতর হয়েছে।
গতকাল আরো দুই ফিলিস্তিনি নিহত হয়।
ভারি অস্ত্রে সজ্জিত ইসরাইলি বাহিনীর মোকাবেলা করছে ফিলিস্তিনিরা পাথর ছুড়ে!
গত শুক্রবার জুমার নামাজের সময় ৫০ বছরের নিচে কাউকে ঢুকতে দিচ্ছিল না ইসরাইলি বাহিনী। এরকম নিয়ন্ত্রণ আরোপে পশ্চিমতীরে ফিলিস্তিনিদের মাঝে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
১৯৬৭ সালে যখন ইসরায়েল এই এলাকায় বসবাসের অধিকার পায় তখন শুধু মুসলিমরাই আল-আকসায় নামাজ পড়তে পারতো। দিনের একটি নির্দিষ্ট সময় প্রার্থনার সুযোগ পেত ইহুদীরা। কিন্তু এখন এই চিত্র পাল্টে গেছে। ইসরাইলিরা এখন আল-আকসার দখল নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এখন পর্যন্ত জেরুজালেমে ফিলিস্তিনিদের বিক্ষোভে পুলিশের দমন নিপীড়নে সাড়ে চারশ ফিলিস্তিনি আহত হয়েছে।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই ঘটনার প্রেক্ষিতে ইসরাইল এর সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছেন।
জাতিসংঘ এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে। অবস্থার উন্নতি সাধনের লক্ষ্যে নিরাপত্তা পরিষদে জরুরী বৈঠক তলব করা হয়েছে।
সুত্রঃ আল জাজিরা