সাব্বির রহমানের বছরের শুরুটাই হয়েছিল সাজা দিয়ে, কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন। পান আর্থিক দন্ডও। তা ছাড়া তাঁর নামের পাশে এরই মধ্যে আছে তিনটি ডিমেরিট পয়েন্ট। অবশ্য এসব কিছু নিয়ে মোটেও ভাবছেন না এই মারকুটে ব্যাটসম্যান। আপাতত মনোযোগী নিজের খেলা নিয়ে।
দুদিন বাদে ঘরের মাঠে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে নিজেকে ঝালিয়ে নিতে ব্যস্ত সাব্বির। শাস্তি পাওয়ার পর আজ শনিবার প্রথম মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। সেখানে তিনি বলেন, ‘আসলে নেতিবাচক কিছু আমার ভাবনায় নাই। এক পয়েন্ট বা ১০ পয়েন্ট, এ নিয়ে কোনো সমস্যা নাই। চেষ্টা করছি এই সিরিজটা ভালো খেলার জন্য।’
সাব্বিরের ডিমেরিট পয়েন্ট প্রাপ্তির শুরুটা সেই ২০১৬ সাল থেকে। আফগানিস্তান এবং ইংল্যান্ড সিরিজে পেয়েছিলেন মোট তিন ডিমেরিট পয়েন্ট। সে বছর পত্রিকার শিরোনাম হয়েছিলেন আরও কিছু অঘটন ঘটিয়ে।
আর গেল বছরের শেষেই জন্ম দিয়েছেন ক্যারিয়ারের সবচেয়ে বড় বিতর্কের। এক কিশোর দর্শককে পিটিয়েছেন। শাসিয়েছেন ম্যাচ সংশ্লিষ্টদের।
তাই সাজাটাও হয়েছে বেশ বড়ই। আর্থিক জরিমানার পাশাপাশি ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ছয় মাসের জন্য। বাদ পড়েছেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে।
আসছে ত্রিদেশীয় সিরিজে সাব্বির ছাড়িয়ে যেতে চান নিজেকে, ‘যদি মানুষ হিসেবে বলতে হয়, তাহলে বলব আমার ওপর এই ঘটনা বেশ প্রভাব ফেলেছে। আর যদি একজন পেশাদার খেলোয়াড় হিসেবে চিন্তা করি, তাহলে এটা আমার কাছ অতীত। যা হওয়ার হয়েছে।’
নেতিবাচক কিছুর প্রভাব যেন খেলায় না পড়ে তা নিয়ে যত চিন্তা সাব্বিরের, ‘আসলে এসবের প্রভাব যেন খেলায় না পড়ে, সেটা নিয়ে চিন্তা করছি। চাইছি জাতীয় দলকে আমার জায়গা থেকে সেরাটা দিতে। কারণ আমি বাংলাদেশের পতাকা বহন করছি। চেষ্টা করছি ভালো কিছু করার জন্য।’