ইন্দোনেশিয়ায় আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৪৭

0
ইন্দোনেশিয়ায় আতশবাজি কারখানায় বিস্ফোরণ

আজ বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের পর আগুনে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪৩ জন আহত হয়েছে।

ইন্দোনেশিয়ায় আতশবাজি কারখানায় বিস্ফোরণ

তাদেরকে তিনটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ২৩ জনের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।

টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে জাকার্তার পশ্চিমাঞ্চলীয় তানগেরাং এলাকার কারখানাটি থেকে ঘন ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। পাশাপাশি কারখানাটির একাংশ ধসে পড়েছে এবং নিকটবর্তী গাড়িগুলো পুড়ে গেছে বলেও দেখা গেছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তানগেরাং শিল্প এলাকার ওই আতশবাজি কারখানাটিতে আগুন লাগে।

দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে হতাহতের সংখ্যা এখনও সঠিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

যারা নিহত হয়েছেন তাদের আর শনাক্ত করা সম্ভব হচ্ছে না, তাদের দেহ পুরোপুরি পুড়ে গেছে।

সকালে দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

একটি সকাল ১০ টার দিকে এবং অপরটি এর তিনঘণ্টা পরে। দুটো বিস্ফোরণের শব্দই শোনা গেছে অনেক অনেক মাইল দূর থেকে।

হতাহতরা সবাই কারখানাটির কর্মী। মাত্র দেড়মাস আগে কারাখানাটির কার্যক্রম শুরু হয়েছিল। কারখানাটিতে মোট ১০৩ কর্মী কাজ করে আসছিল।

সূত্র: বিবিসি, এনডিটিভি

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে