আন্তর্জাতিক ডেস্ক
ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত ইরবিল বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করা হয়েছে। ইরবিল বিমানবন্দরটি মার্কিন সেনাঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে।
রয়টার্স সূত্রে জানা যায়, ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিস্ফোরকযুক্ত পাইলটবিহীন বিমান দিয়েও ঘাঁটিটিতে হামলা চালানো হয়। অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র এ ঘাঁটিতে আঘাত করে।
হামলার সাথে সাথেই বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ করে সব বাতি নিভিয়ে রাখা হয়। তবে হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির খবর এখনও কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশ করা হয়নি।
এর পূর্বে গত সোমবার ইরাকের আনবার প্রদেশে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি আইন আল আসাদেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল। একই দিন রাতে বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা করা হয়। সেদিন আমেরিকান সেনারা অন্তত একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করে।
তবে হামলা চালানোর উদ্দেশ্য বা কোন গোষ্ঠী এ হামলায় জড়িত তা এখনো স্পষ্ট নয়। ইরাকের জনগণ যুক্তরাষ্ট্রের সেনার উপস্থিতিতে খুশি নয়। সে সূত্রে ইরাক পার্লামেন্ট ২০২০ সালের জানুয়ারিতে একটি আইন পাস করে ইরাক থেকে সব মার্কিন সেনা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিল।