প্রায় এক সপ্তাহ যাবৎ ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পানির দাবিতে বিক্ষোভ চলছে। সাম্প্রতিক সময়ে পানির অভাব দেখা যাওয়ায় খাওয়ার পানি ও চাষাবাদের জন্য পানির সরবরাহ বাড়ানোর দাবি জানিয়ে উত্তাল হয়ে রয়েছে দেশটির এই অংশ। এদিকে বুধবার পর্যন্ত বিক্ষোভে পুলিশের গুলিতে প্রায় তিনজন মারা গেছেন। খবর রয়টার্সের।
জানা যায়, বেশ কয়েকমাস যাবৎ মারাত্মক পানির সংকটে পড়ে জনগণ বিক্ষোভে নামে। এমনকি খুজেস্তান প্রদেশের এই বিক্ষোভ থেকে সরকারবিরোধী স্লোগানও দেওয়া হচ্ছে। বিক্ষোভ থেকে ১৯৭৯ সালের ইরান বিপ্লবে উৎখাত হওয়া পশ্চিমা-সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভির পক্ষে স্লোগান শোনা যাচ্ছে।
এদিকে পানির দাবিতে বিক্ষোভকারীদের দমন করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়মিত কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করছেন। তবে নিরাপত্তা বাহিনী কর্তৃপক্ষ দাবি করবে, সশস্ত্র বিক্ষোভকারীদের গুলিতেই সর্বশেষ দুজন নিহত হয়েছেন। কিন্তু অধিকারকর্মীরা জানাচ্ছেন, তিন জন নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যের গুলিতেই।
প্রসঙ্গত, ইরানের খুজেস্তানে সংখ্যালঘু আরব জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। তারা নিয়মিত বৈষম্যের শিকার হচ্ছেন বলে প্রায়ই অভিযোগ পাওয়া যাচ্ছে।