ইসরায়েলকে অত্যাধুনিক হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্র

0
ইসরায়েলকে অত্যাধুনিক হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্র

পুনরায় ইসরায়েলের সামরিক শক্তি বৃদ্ধি করতে সহযোগিতার হাত বাড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের। যখন ফিলিস্তিন ভূখণ্ড নিয়ে ইসরায়েল-ফিলিস্তিন উত্তাল, তখনই এ ধরণের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে ১৮টি অত্যাধুনিক সিএইচ-৫৩কে মডেলের হেভি-লিফট হেলিকপ্টার দেওয়া হবে। খবর রয়টার্সের।

অত্যাধুনিক এই ১৮টি সিএইচ-৫৩কে মডেলের হেভি-লিফট হেলিকপ্টারের মূল্য প্রায় ৩.৮ বিলিয়ন ডলার।

হেলিকপ্টার দেওয়ার পাশাপাশি আমেরিকা এসব হেলিকপ্টারের স্পেয়ার ইঞ্জিন, নেভিগেশন সিস্টেম, অন্যান্য যন্ত্রপাতি ও কারিগরি সহায়তা দেওয়ারও ঘোষণা দিয়েছে। তবে কবে হেলিকপ্টার ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছবে তা জানানো হয়নি।