ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি আরব লীগের

0
ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি আরব লীগের

দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা নিয়ে হুশিয়ারি দিয়েছে আরব লীগ। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে ইসরায়েলের বিমান হামলার ঘটনাই যথেষ্ট।

২২ জাতির সংগঠন আরব লীগ জানিয়েছে, বর্তমানে লেবানন একটি কঠিন সময় পার করছে যেখানে আর কোনো উত্তেজনা সৃষ্টি করা একদম উচিত নয়। ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটর নেতৃত্বাধীন প্রশাসনের হামলার অর্থ তাদের শক্তি প্রদর্শন করা। এ অবস্থায় বড় ধরনের সংঘাতে না জড়ানোর জন্য লেবাননের বিভিন্ন সশস্ত্র সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে আরব লীগ।

এদিকে, ইসরায়েল এবং লেবাননকে জাতিসংঘ বাহিনীর সমন্বয়মূলক ভূমিকার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন লেবাননে মোতায়েন থাকা জাতিসংঘ বাহিনীর প্রধান। বর্তমান পরিস্থিতি অন্য সময়ের চেয়ে বেশ নাজুক এবং সংকটাপন্ন বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার লেবানন থেকে রকেট হামলার অভিযোগ তুলে লেবাননের ভূমিতে রকেট হামলা চালিয়েছিল ইসরায়েল।