ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি হিজবুল্লাহ নেতার

0
ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি হিজবুল্লাহ নেতার

ইসরায়েলের হুমকিতে মুখে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ চুপ করে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের সংগঠনের উপমহাসচিব শেখ নাঈম কাসেম।

তিনি জানিয়েছেন, লেবানন বসতি স্থাপনের বা পরীক্ষা-নিরীক্ষা চালানোর উন্মুক্ত কোনো যে স্থান নয় সেটি ইসরায়েলকে বুঝতে হবে। লেবানন ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়নের কোনো ক্ষেত্র নয়।

সংবাদমাধ্যম এক সাক্ষাৎকারে ইসরায়েলের বিরুদ্ধে এ হুশিয়ারি জারি করেন শেখ নাঈম কাশেম। সম্প্রতি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানোকে ইসরােয়লকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার জন্য করা হয়েছে বলেও মন্তব্য করেন হিজবুল্লাহর উপ মহাসচিব।

শেখ নাঈম কাসেম উল্লেখ করেন, হিজবুল্লাহ সবসময় প্রতিশ্রুতিবদ্ধ লেবাননের ওপর যেকোনো হামলার যথোপযুক্ত জবাব দেয়ার ব্যাপারে। এর ধারাবাহিকতায় ইসরায়েলি শত্রুদেরকে রকেট দিয়ে জবাব দেওয়া হয়েছে। সারা বিশ্ব হিজবুল্লাহর এ ধরণের জবাব দেখেছে। এর মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে হুজবুল্লাহ কখনো এ ধরনের আগ্রাসনের মুখে চুপ থাকবে না।