ইসরায়েলে ষাটোর্ধ্বরা পাবেন করোনা টিকার তৃতীয় ডোজ

0
ইসরায়েলে ষাটোর্ধ্বরা পাবেন করোনা টিকার তৃতীয় ডোজ

বিশ্বের অধিকাংশ দেশ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ সম্পন্ন করতে বেগ পাওয়ার মধ্যেই ভ্যাকসিনে ব্যাপক সাফল্য দেখিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের দেশটিতে ইতোমধ্যে দেশের অর্ধেকের বেশি মানুষকে করোনার টিকার দুইটি ডোজই দিয়ে দেওয়া হয়েছে। এবার ইসরায়েলের সরকার চোখ দিয়েছে তৃতীয় ডোজের প্রতি। দুইটি ডোজের পর এবার ইসরায়েলে ষাটোর্ধ্ব নাগরিকদের দেওয়া হবে তৃতীয় ডোজ।

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি সূত্রে জানা যায়, সম্প্রতি করোনার ডেলটা ধরণের পরিস্থিতি বদলে যাওয়ায় ইসরায়েল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানিয়েছেন, ৬০ বছরের বেশি বয়সী যেসব নাগরিক অন্তত পাঁচ মাস আগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন, সকলেই এই তৃতীয় দফা টিকা কার্যক্রমের আওতাভুক্ত হবেন। আগামী ১ আগস্ট থেকে এই ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী বেনেট বলেন, সাম্প্রতিক গবেষণায় আমরা দেখেছি সময়ের সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। তৃতীয় ডোজ মূলত রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো সুদৃঢ় করবে। প্রায় ২ হাজার মানুষ এই তৃতীয় ডোজের ট্রায়ালে অংশগ্রহণ করেছে এবং তারা কোন পুরোপুরি সুস্থ আছে।

এদিকে, শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ইসসাক হারযগ তৃতীয় বুস্টার ডোজ নেওয়ার মাধ্যমে তৃতীয় ডোজ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন বলে জানা গেছে।