ইয়েমেনের হুথি যোদ্ধাদের অনুগত সেনাদের ছোঁড়া একটি জিলজাল-২ বা ভূমিকম্প-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের ভাড়াটে সন্ত্রাসীদের বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়েমেনের সানা প্রদেশের নিহম এলাকায় প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত ও সৌদি আরবের ভাড়াটে সন্ত্রাসীদের একটি অবস্থানে জিলজাল-২ ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।
প্রাথমিক খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে বহু ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। হুথি যোদ্ধাদের নিয়ন্ত্রিত এলাকার দিকে এগুতে গেলে তাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের সেনারা।
এদিকে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে হাদিপন্থি সন্ত্রাসীদের অবস্থানে দুটি ক্ষেপণাস্ত্র ছুঁড়লে অনেকে মারা যায়। অজ্ঞাত একটি সূত্র জানিয়েছে, প্রথম ক্ষেপণাস্ত্রটি দক্ষিণাঞ্চলীয় খালিদ সামরিক ঘাঁটিতে ও দ্বিতীয়টি পশ্চিমের মওয়াজ শহরে আঘাত হানে।
তানভীর আহমেদ
আধুনিক সমরাস্ত্র