আহমেদ আদনান। ‘BreakBite EBusiness’ এর পরিচালক ও প্রধান মার্কেটিং অফিসার। সম্প্রতি উদ্যোগতা জীবনের নানান দিক ও অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন নিউজইনসাইড২৪.কমের সাথে। তার সাক্ষাতকার নিয়েছেন ইসমাইল উদ্দীন সাকিব।
-ব্যবসায়ী হওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণ কি?
–ছোটবেলা থেকেই আমার গতানুগতিকের বাইরে গিয়ে নতুন কিছু আবিষ্কারের আগ্রহ ছিল। এছাড়া নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে, কমিউনিটি তৈরী করতে আমি পছন্দ করি।
দীর্ঘদিন বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ করে বুঝতে পারলাম আমি অন্যদের সাথে সহজে মিশতে পারি। তখন ঠিক করলাম, আমার দক্ষতাগুলো ব্যবসার কাজে লাগিয়ে দেখা যাক।
-শুরুর দিকে কেমন সংগ্রাম করতে হয়েছে?
–শুরুর পথটা অনেক বেশি বন্ধুর ছিল। আমার পরিবারের প্রচুর সদস্য সরকারী চাকরিজীবী। সবার আশা ছিল আমিও ঐপথেই যাব। বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে অনেকটা তাদের মতামতের বিরুদ্ধে গিয়েই ব্যবসায় নামতে হয়।
-BreakBite এর যাত্রা কিভাবে শুরু হলো?
–ব্যবসায়িক জীবনের শুরু থেকেই আমাকে অনেক বাধার মুখোমুখি হতে হয়েছে। কারণ এদেশে যারা নতুন উদ্যোক্তা বা নতুন ব্যবসায়ী তাদের বেশিরভাগেরই ব্যবসার বৈধতাকরণ, দলিল পত্র তৈরী এসব নিয়ে ধারণা থাকেনা। নতুনরা যাতে ঝামেলামুক্ত থাকতে পারে সে লক্ষ্যেই আমাদের যাত্রা শুরু।
প্রথমে আইনি সহায়তা নিয়ে কাজ শুরু করলেও এরপর মার্কেটিং সলিউশন, ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ শুরু করি। সমস্যার সমাধান করতে করতেই আমাদের বর্তমান বহুমূখী পর্যায়ে আসা।
-ইদানিং কিছু প্রতিষ্ঠানের কারণে ই-কমার্স প্রশ্নবিদ্ধ। বাংলাদেশে এই সেক্টরের ভবিষ্যত কেমন মনে করেন?
–কেউ ই-কমার্সে তার ব্যবসা কিভাবে পরিচালনা করবে তা পুরোটাই তার ব্যক্তিগত। তবে তাতে অন্যদের কোন ক্ষতি করা যাবে না এবং দেশীয় বাণিজ্য নীতির সাথেও সাংঘর্ষিক হওয়া যাবেনা।
বর্তমানে বিশ্বব্যাপি ই-কমার্সেরই জয়জয়কার। আজকাল আমাদের তরুণ সমাজে ই-কমার্সের প্রচলন হলেও এটিই একমাত্র উপায় নয়। তবে আমাদের পরের প্রজন্মে হয়তো সকলে ই-কমার্সের ওপরই পুরোপুরি নির্ভরশীল হবে। জীবন ব্যাবস্থার একটি পূর্ণাঙ্গ অংশে পরিণত হবে।
-কোন ব্যবসা শুরুর আগে একজন ব্যক্তির কি কি বিষয় নিয়ে ভাবা উচিত?
–ব্যবসাও এক ধরণের শিল্প। যেকোনকিছু নিয়ে কাজ করার আগে তা সম্পর্কে পুরোপুরি ধারণা থাকতে হবে। এর চাহিদা, সরবরাহ, ঝুকি সব বিবেচনা করে দেখতে হবে। মানসিকভাবে সবকিছুর জন্য প্রস্তুত হতে হবে। এরপর সৃষ্টিকর্তাই আপনাকে সঠিক পথে নিয়ে যাবেন।
-তরুণদের জন্য আপনার কি পরামর্শ থাকবে?
–বর্তমানে তরুণদের জন্য প্রচুর সম্ভাবনা রয়েছে। সমস্যা সমাধান করার মানসিকতা খুব গুরুত্বপূর্ণ। সময়কে কাজে লাগাতে হবে, কাজের ক্ষেত্রে সুশৃঙ্খল হতে হবে। কাজকে ভালোবেসে পূর্ণ উদ্দমে কিছু করলে অবশ্যই সফলতা আসবে।