উইম্বলডনে পুরুষ ফাইনালে ইতালির মাত্তেও বেরাত্তিনিকে ৬-৭ (৪/৭), ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে ক্যারিয়ারের ২০ তম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। অল ইংল্যান্ড ক্লাবের সবুজ কোর্টে নিজের ষষ্ঠ শিরোপা জিতলেন এই তারকা। উইম্বলডনে এটি তার টানা তৃতীয় শিরোপা।
এদিন ট্রফি জিতে স্পর্শ করলেন পুরুষ টেনিসের দুই কিংবদন্তি রজার ফেদেরার ও রাফায়েল নাদালের ২০ গ্র্যান্ড স্লামের রেকর্ড। টেনিসের বিগ থ্রি’র তিনজনেরই এখন গ্র্যান্ড স্লাম সংখ্যা সমান। ২০০৮ সালে জোকোভিচের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের সময় ফেদেরারের সংখ্যা ছিল ১৩, নাদালের ৫।
রেকর্ডে ভাগ বসানোর দিনে তাকে শুভকামনা জানান ফেদেরার। তিনি লেখেন, ‘চমৎকার পারফরম্যান্স। ২০তম মেজর ট্রফির জন্য অভিনন্দন নোভাক। আমি গর্বিত, তোমাদের সঙ্গে দারুণ একটা সময়ে খেলতে পারায়।’
চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জিতেছেন ইতোমধ্যে। রইলো বাকী ইউএস ওপেন। পুরুষ এককে ১৯৬৯ সালের পর আর ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম বা একই বছরে সবগুলো মেজর জিততে পারেনি কেউ। জোকোভিচের সামনে সেই সুযোগের হাতছানি, এগিয়ে গেলেন আরেক ধাপ।