উত্যক্ত ও শ্লীলতাহানীর অভিযোগ করেছে জবি শিক্ষার্থী

0
শ্লীলতাহানীর অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী দ্বীপ মহিবুলের বিরুদ্ধে উত্যক্ত ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, প্রথম বর্ষের এ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী দ্বীপ মহিবুল (বি-১৫০১০২০৮৬) প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় মহিবুল তাকে কয়েকদিন যাবত বিভিন্ন ভাবে উত্যক্ত করে আসছিল। সর্বশেষ গত মঙ্গলবার প্রথম বর্ষের এ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে ধানমন্ডী যাওয়ার সময় সাভার পরিবহন বাসের ভিতরে মুহিবুল প্রথম বর্ষের এ শিক্ষার্থীর হাত ধরে টানাটানি করে।

ইভটিজিংয়ের শিকার এ শিক্ষার্থী ইত্তেফাককে বলেন, প্রায় ১৫-২০দিন যাবত মুহিবুল আমাকে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্যক্ত করে আসছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মুহিবুলের নিপীড়নের পরিমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ঘটনায় আমি শঙ্কিত এবং মানসিকভাবে বিপর্যস্ত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর ড.নূর মোহাম্মদ ইত্তেফাককে বলেন, ইভটিজিংয়ের একটি অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্ত করে বৃহস্পতিবার ব্যবস্থা গ্রহন করা হবে।

আহসান জোবায়ের,
জবি সংবাদদাতা