উত্তর কোরিয়ার গণমাধ্যম সূএ থেকে জানা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিয়ংইয়ংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে রাজি হয়েছেন, পাশাপাশি তিনি দেশটিকে নিরাপত্তারও নিশ্চয়তা দিয়েছেন।
সিঙ্গাপুরে স্থানীয় সময় মঙ্গলবার সকালে সান্তোসা দ্বীপে দুই নেতার বৈঠকে ট্রাম্প এ প্রতিশ্রুতি দিয়েছেন।
ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া বাদ দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সিঙ্গাপুরের ঐতিহাসিক সম্মেলনে উত্তর কোরিয়া সম্পূর্ণভাবে পরমাণু নিরস্ত্রীকরণে রাজি হয়েছে।
যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার কোনো শীর্ষ নেতার এটিই প্রথম সম্মেলন। অথচ কয়েক মাস আগেও দুই নেতা পরস্পরকে ধ্বংস করে দেয়ার হুমকি দিচ্ছিলেন।
কিন্তু পরিস্থিতি এখন পাল্টেছে। সম্মেলনে উভয় নেতা এমন কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, যা যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া নতুন এক যুগের সূচনা হওয়ার ইঙ্গিত দিচ্ছে।