আশা জাগিয়েও শেষ পর্যন্ত বিদায় নিলেন রোমান সানা। প্রথম অলিম্পিক অভিযান শেষ হলো মাত্র ১ পয়েন্টের আক্ষেপে। আর্চারির ব্যক্তিগত রিকার্ডের দ্বিতীয় রাউন্ডে কানাডার ক্রিস্পিন ডুয়েনাসের কাছে হেরে বিদায়ের ঘন্টা বাজলো বাংলাদেশি আর্চারের।
প্রথম রাউন্ডে ব্রিটিশ টম হলকে হারিয়ে আশা জাগান রোমান সানা। প্রথম ম্যাচের শেষ থেকে দ্বিতীয় ম্যাচের শুরু, কিন্তু শেষ হাসি হাসা হলো না। দ্বিতীয় রাউন্ডের প্রথম সেট ২-০ সেট পয়েন্টে জিতে নেন সানা। দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে এগিয়ে যান ক্রিস্পিন। চতুর্থ সেট জিতে সমতা ফেরান সানা।
চার সেটের সমতার পর ম্যাচ নির্ধারণী পঞ্চম সেটে ২৬-২৫ ব্যবধানে পরাজয় বরণ করে নেন লাল সবুজের পতাকাবাহী এই তিরন্দাজ। শেষ হয় অলিম্পিক যাত্রা।
হারলেও রোমান সানার লড়াকু মনোভাব সামনের দিনগুলোতে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি আরও পরিণত করবে এই আর্চারকে, এমনটিই চাওয়া সকলের।