সিরিজ ছিল পাঁচ ম্যাচের। ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার একটি ম্যাচ রিজার্ভ ডে’তে গড়ানোয় সিরিজের পরিধি কমে আসে চার ম্যাচে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফররত পাকিস্তান চার ম্যাচও খেলতে পারলো না।
চার টি-টোয়েন্টির তিনটিই ভেসে যায় বৃষ্টিতে। শেষ টি-টোয়েন্টি ম্যাচের স্থায়িত্ব হয় মাত্র চার ওভার। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ৭ রানে হারানো জয়টাই সবেধন নীলমণি হয়ে সিরিজ জেতায় পাকিস্তানকে।
৪ টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট খেলতে উইন্ডিজ সফরে গেছে পাকিস্তান। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৯ ওভার পর্যন্ত খেলা হবার পর বাতিল হয় বৃষ্টির বাগড়ায়। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৭ রানে জেতে। ৩য় ম্যাচও বৃষ্টির ফলে শেষ হয়নি। সিরিজ বাঁচাতে শেষ ম্যাচ ভরসা ছিল ক্যারিবিয়ানদের। বৃষ্টি মুছে দেয় সেই সম্ভাবনা।
টি-টোয়েন্টিতে ১-০ তে সিরিজ জিতলো বাবর আজমের দল। ১২ আগস্ট থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেখানে বৃষ্টি চাইবে না কেউই।