চীনের সঙ্গে ভারতের গত বছর থেকেই বারবার সীমান্ত সংঘাত হয়েছে। ফলে উভয় দেশের চলছে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা ও বহিস্কার। এর মধ্যেই সমুদ্রপথে চীনকে চাপে রাখার নতুন কৌশল গ্রহণ করলো নয়াদিল্লি। চাপে রাখার অংশ হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ার দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় পাঠানো হলো ভারতীয় নৌ বাহিনীর ইস্টার্ন ফ্লিটের টাস্ক ফোর্সকে।
নয়াদিল্লির সিদ্ধান্ত মোতাবেক আগস্ট থেকে ওই অঞ্চলে ভারতের একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন থাকবে। পাশাপাশি চীনের নাকের ডগাতেই অন্যান্য দেশের সঙ্গে মহড়াতেও অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় নৌবাহিনী।
ভারতীয় নৌ বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ মেনে একাধিক যুদ্ধজাহাজ এবং সাবমেরিন মোতায়েন করছে। এর মধ্যে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রণবিজয়, গাইডেড মিসাইল ফ্রিগেট শিবালিক, অ্যান্টি-সাবমেরিন Corvette Kadmatt এবং গাইডেড মিসাইল Corvette Kora। আগামী দু’মাস নির্দিষ্ট অঞ্চলে টহল দেবে এই যুদ্ধজাহাজগুলো।
শুধু টহলেই থামছে না ভারত। ভারতীয় নৌবাহিনী জাপান, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মালাবার-২ নামে যৌথ মহড়াতে অংশ নিবে। এছাড়াও মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার নৌ বাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত।