মেরাল আকসেনার আগামী জুনের নির্বাচনে এরদোগানের বিরুদ্ধে প্রেসিডেন্ট প্রার্থী হতে চান। তাকে তুরস্কের লেডি নেকড়ে বলে সম্বোধন করা হয়। সিরিয়ার শরণার্থী ও কুর্দিদের বিষয়ে তিনি এরদোগানের সাথে একমত হলেও ২০১৭ সালের এক অধ্যাদেশ অনুযায়ী প্রসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির প্রশ্নে চরম বিরোধিতা করেন। খবর হারেটজ অনলাইন
যখন তিনি জানতে পেরেছিলেন যে জাতীয়তাবাদী দলের সভাপতি দেভলেত বাহচেলি প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির প্রশ্নে সম্মতি হয়েছেন তাৎক্ষণিকভাবে তিনি তার বিরোধিতা করেন এবং সেখানে উপস্থিত থেকেই স্লোগান দিতে থাকেন। তার চারপাশে অগণিত নেতাকর্মী জড়ো হয়ে তার সাথে স্লোগান দিতে থাকে।
ডানপন্থী জাতীয়তাবাদী দলের হয়ে রাজনীতি শুরু করলেও এক বির্তকের জেরে তিনি পদত্যাগ করে আইইআই নামের দল গঠন করেন। তার বেশিরভাগ সমর্থকই জাতীয়তাবাদী, রক্ষণশীল ও ইসলামপন্থী মনোভাবাপন্ন। অর্ধবিলিয়নেরও বেশি টাকা ব্যয় করে নির্মাণ করা প্রেসিডেন্ট প্যালেসের চরম বিরোধিতা করে আসছেন শুরু থেকেই। যদিও এরদোগান মাঝেমাঝেই তার বক্তব্যে আকসেনারকে বাড়তি ঝামেলা বলে কটাক্ষ করে থাকেন।