ওজিলের সঙ্গে মিটমাট করতে চাইছেন সদ্য বিদায়ী লো

0
ওজিলের সঙ্গে মিটমাট করতে চাইছেন সদ্য বিদায়ী লো

অনেক জল ঘোলা শেষে ২০১৮ বিশ্বকাপের পর জার্মান দল থেকে অবসর নিয়েছিলেন মেসুত ওজিল। তিনি তখন এ ঘোষণার পেছনে জাতিবিদ্বেষী আচরণের শিকার হওয়ার কথা বলেছিলেন। এটাও বলেছিলেন জার্মান ফুটবল ফেডারেশন যেকোনো কিছুতে তাঁকেই বলির পাঁঠা বানায়।
শুধু জার্মান ফুটবল ফেডারেশনের ওপরই ওজিলের রাগ নয়। ঘটনার পর কোচ ইওয়াখিম লোর সঙ্গেও সম্পর্কের অবনতি হয়েছে এই মিডফিল্ডারের। পরস্পরের কথা বলাও বন্ধ তখন থেকেই। কিন্তু জার্মান দলের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়ে রাখা লো এই ঝামেলার অবসান চাইছেন। মিটমাট করে নিতে চাইছেন ওজিলের সঙ্গে।

জার্মানির হয়ে ২০০৯ সালে অভিষেক ওজিলের। তুরস্ক বংশোদ্ভূত এই মিডফিল্ডারের অভিষেক লোয়ের অধীনেই। তার তত্ত্বাবধানেই জাতীয় দলের মূল তারকা হয়ে উঠেছিলেন ওজিল। ২০১৪ বিশ্বকাপ জেতা লোয়ের জার্মান দলের অন্যতম মূল খেলোয়াড় ওজিল।

২০১৮ সালে ঝামেলা বেধেছে সেই সম্পর্কে। বিশ্বকাপের ঠিক আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ছবি তুলে তোপের মুখে পড়েন ওজিল ও তুরস্ক বংশোদ্ভূত আরেক জার্মান ইলকাই গুন্দোয়ান। সমালোচনার মধ্যেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে জার্মানি।

সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনার মুখে তাঁকে রক্ষা করা হয়নি, বরং বর্ণবাদী আচরণ করা হয়েছে এবং বিশ্বকাপ থেকে বাদ পড়ায় তাঁকে বলির পাঁঠা বানানো হচ্ছে—এমন অভিযোগে জার্মান ফুটবল ফেডারেশনের উদ্দেশ্যে এক খোলা চিঠি দিয়ে অবসরের কথা জানিয়ে দিয়েছিলেন ওজিল।

জার্মান কোচ লো তখন এ সিদ্ধান্তে নিজের হতাশার কথা জানিয়েছিলেন। পরের বছর ওজিলের ওপর রাগ দেখিয়ে সংবাদমাধ্যম বিল্ডকে বলেছিলেন, ‘মেসুতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওর উচিত ছিল আমাকে সরাসরি জানানো। ওর এজেন্ট আমাকে ফোন দিয়ে বলেছে, মেসুত আমাকে সব ব্যাখ্যা করে জানাবে। কিন্তু সেটা আর হয়নি।’

এক যুগেরও বেশি সময় ধরে দ্বায়িত্বে থাকার পর জার্মান দল থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে লোয়ের। বিদায়বেলায় ওজিলের ঘটনা নিয়ে হয়তো তাঁর কিছুটা আক্ষেপই হচ্ছে। ৬১ বছর বয়সী জোয়াকিম লোয়ের ধারণা, ওজিলের সঙ্গে মিটমাট করে নেওয়ার সময় এসেছে, ‘আমার সঙ্গে কথা না বলে ওজিলের জাতীয় দল থেকে অবসর নেওয়াটা ছিল সত্যিই খুব হতাশাজনক। নিশ্চয় আমাদের আবার দেখা হবে, কথা হবে। একদিন সবকিছু সরিয়ে রেখে আমরা মিটমাট করে নেব।’

৩২ বছর বয়সী ওজিল এখন তুরস্কে। সুপারলীগে খেলছেন ফেনারবাচের হয়ে। ফলে খুব দ্রুতই দেখা হওয়ার সম্ভাবনা জাগছে না। যদিও লোয়ের ধারণা, দুজনে মিলে জার্মান জাতীয় দলে যা অর্জন করেছেন, তাতে মিটমাট হতে বেশি সময় লাগবে না, ‘এই স্মৃতিগুলো আমাদের জন্য ইতিবাচক। সে দলের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল। অসাধারণ দক্ষতার অসাধারণ খেলোয়াড়।’