শ্রীলংকার বিপক্ষে চরম উত্তেজনার ম্যাচে গতকাল শুক্রবার নাটকীয় জয় পায় বাংলাদেশ। জয়ের পর পুলিশ উপস্থিত থাকার পরও বাংলাদেশের দুই দর্শক কিছু উচ্ছৃঙ্খল শ্রীলঙ্কান দর্শকের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ম্যাচ শেষে শোয়েব আলী (‘টাইগার শোয়েব’ নামে পরিচিত) নামের বাংলাদেশি এক দর্শক এ অভিযোগ করেছেন।
শোয়েব জানান, তিনি পুলিশের কাছে অভিযোগ করেও প্রতিকার পাননি। এমনকি শ্রীলংকার দর্শকদের বাজে আচরণের শিকার হয়ে কান্নাকাটি করলেও পুলিশ কিংবা শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) কেউ এগিয়ে আসেনি। টাইগার শোয়েব আরও বলেন, ‘খেলা চলার সময় বেশির ভাগ দর্শকই মদ্যপ থাকে। আমাদের ধাক্কাধাক্কি করে। আজ তারা শুধু ধাক্কাধাক্কি নয়, মারধর করেছে। পুলিশকে বারবার বলেও কাজ হয়নি।’
ম্যাচের পর বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানান, ‘শোয়েবদের মারধর তো করেছেই, খেলা দেখতে আসা দুই বাঙালি পরিবারের সঙ্গেও বাজে আচরণ করেছে শ্রীলংকান দর্শকরা।’ ত্রিদেশীয় টি২০ সিরিজ নিদাহাস ট্রফির অলিখিত সেমিফাইনালে শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১২ রান। নির্ধারিত ওভারে ১ বল হাতে রেখেই ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর ফলে ফাইনালে চলে যায় বাংলাদেশ।