ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেটের মালিক হাসান আলী

0
ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেটের মালিক হাসান আলী

পাকিস্তানী পেসার হাসান আলী চলতি বছর তৃতীয়বারের মত পাঁচ উইকেট দখলের কৃতিত্ব দেখিয়েছেন। আবু ধাবীতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩৪ রানে ৫ উইকেট দখল করে ক্যারিয়ারে ৫০ উইকেট দখলের মাইলফলক স্পর্শ করেছেন আলী। একইসাথে পাকিস্তানী বোলার হিসেবে দ্রুততম সময়ে ৫০ উইকেটের গর্বিত মালিক এখন আলী।

ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেটের মালিক হাসান আলী

বর্তমান সময়ে বদলে যাওয়া পাকিস্তানকে যেমন ব্যাট হাতে ২৩ বছর বয়সী বাবর আজম প্রতি ম্যাচেই সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, একইভাবে একই বয়সে বল হাতে ওয়ানডে ক্রিকেটে দাপট দেখিয়ে চলেছেন আলী। আলীর গতির কাছে নতি স্বীকার করে লংকাদের ইনিংস ৪৯ ওভারে ২০৯ রানেই গুটিয়ে যায়। গত বছর আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হবার পরে ২৪ ম্যাচে তৃতীয়বার আলী ৫ উইকেট দখল করলেন। এর আগে আলী অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট দখল করেছিলেন। দ্রুততম সময়ে উইকেটের হাফ সেঞ্চুরি করার তালিকায় ডান-হাতি এই পেসার পিছনে ফেলেছেন পাকিস্তানী গ্রেট ওয়াকার ইউনুস, সাকলাইন মুস্তাক ও শোয়েব আখতারকে।

একইসাথে ২০১৭ সালে আলী নিজেকে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে নিয়ে গেছেন। এ পর্যন্ত তিনি চলতি বছর দখল করেছেন ৪০ উইকেট। ৩৬ উইকেট নিয়ে পরের অবস্থানে রয়েছেন ইংল্যান্ডের লিয়াম প্লানকেট ও রশীদ খান। এক ক্যালেন্ডার বছরে চতুর্থ পাকিস্তানী ও বিশ্বের নবম বোলার হিসেবে আলী তিনবার ৫ উইকেট দখল করলেন। এর আগে ২০১১ সালে পাকিস্তানী হিসেবে শহীদ আফ্রিদি এই কৃতিত্ব দেখিয়েছিলেন। জুনে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ে ৫ ম্যাচে হাসানের ১৩ উইকেট প্রাপ্তি বড় ভূমিকা রেখেছিল।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে