ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

0
বিসিবি

আগামী ৪ জুলাই ওয়েস্ট ইন্ডিজের নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং আগামী ১২ জুলাই জামাইকার কিংস্টনে সাবিনা পার্কে দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ক্রীকেট বোর্ড ঘোষিত এই দলে প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো খেলার জন্য জায়গা করে নিয়েছেন পেসার আবু জায়েদ চৌধুরী। অপরদিকে দুই টেস্টের পর দলে আবারও জায়গা করে নিয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান, নাজমুল হোসাইন শান্ত এবং শফিউল ইসলাম।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বশেষ টেস্ট ম্যাচে খেললেও ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসাইন এবং শুভাশিষ রায়।

বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ, নাজমুল হোসেন শান্ত, শফিউল ইসলাম।