কথা বলার সময় শেষ, উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা

0

উত্তর কোরিয়ার নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিন কোরিয়া। একই সাথে তারা এরূপ পরীক্ষণের মাধ্যমে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র উন্নয়নের পরিপ্রেক্ষিতে পিয়ং ইয়ং মূখী কৌশল পরিবর্তন করার আহ্বান জানান।

জাতিসংঘের যুক্তরাষ্ট্র প্রতিনিধি নিকি হেলি গত রবিবার এক বিবৃতিতে জানান, ওয়াশিংটন, উত্তর কোরিয়ার এরূপ পরীক্ষণের বিপরীতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করছে। তিনি আরো বলেন, “আলোচনায় বসার সময় ফুরিয়েছে।” মূলত পিয়ং ইয়ং সম্পর্কে বেইজিং এর অবস্থান পরিস্কার করার ইঙ্গিত করেছেন। যেমনটি তার আগের দিন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন চীনের উপর তার অসন্তোষ নিয়ে। সোমবার ট্রাম্প ও শিনজো আবে উত্তর কোরিয়ার উপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের ব্যাপারে আলোচনা করেন বলে জানা গেছে।

সুত্রঃ সিএনএন-এশিয়া

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে