করোনাভাইরাসে আক্রান্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক। কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন। নমুনা পরীক্ষা করালে রবিবার (৮ আগস্ট) করোনা রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন ঢাকাই ছবির এই নায়ক। মাত্র কিছুদিন আগে করোনা থেকে সেরে ওঠেন তার মা।
সাইমন বলেন, ‘১ আগস্ট ভ্যাকসিন নিয়েছি। পরের দিন শরীরে জ্বর আসে। জ্বরের পাশাপাশি ঘ্রাণ না পাওয়ায় পরীক্ষা করে জানতে পারলাম, করোনা পজিটিভ। শরীরে ব্যথা ও জ্বর আছে। দোয়া চাই সকলের কাছে যেনো প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারি। সবাই নিরাপদে ও সাবধানে থাকুন।’
২০১২ সালে গুণী নির্মাতা জাকির হোসেন রাজুর ‘জ্বী হুজুর’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে অভিষেক হয় তার। ২০১৩ সালে ‘পোড়ামন’ সিনেমায় দারুণ অভিনয় করে দর্শকের কাছাকাছি আসেন। প্রশংসিত হন সমালোচকদের কাছ থেকেও। ‘জান্নাত’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে ওঠে সাইমনের।
বর্তমানের ব্যস্ত হিরো বলা চলে সাইমন সাদিককে। লকডাউনের কারণে যদিও স্থগিত রয়েছে ‘আর্তনাদ’ ছবির শুটিং। শাহীন সুমন পরিচালিত ‘গ্যাংস্টার’ সিনেমার শুটিংও স্থগিত করা হয়েছে অভিন্ন কারণে। এছাড়া আরও কিছু কাজ রয়েছে তার হাতে।