মহামারী করোনার ডেলটা সংক্রমণ থেকে যখন ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হচ্ছে, তখনই নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ‘মাঙ্কিপক্স’ সংক্রমণ। প্রায় ২০ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রে আবারো ‘মাঙ্কিপক্স’ ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ আসছে।
জানা যায়, টেক্সাস রাজ্যের এক বাসিন্দার শরীরে ভাইরাসটির উপস্থিতির প্রমাণ মিলেছে ল্যাবে। সম্প্রতি ঐ বাসিন্দা নাইজেরিয়া থেকে ফিরেছিলেন। তিনি বর্তমানে ডালাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর বিমান বন্দর ও স্বাস্থ্য দফতরকেও সতর্ক হতে বলেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্স ভাইরাসে ৪৭ জন আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছিল। এটি করোনার মতোই একটি ভাইরাসবাহিত রোগ। সাধারণত পশুদের শরীরে থাকা ভাইরাসটি শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে চলে আসে।