কোভিডে আক্রান্ত হয়ে ২০২১ সালে অস্ট্রেলিয়ায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার ৯০ বয়সী এক নারী দেশটির নিউ সাউথ ওয়েলস প্রদেশে মৃত্যুবরণ করেন।
গত ২৪ ঘণ্টায় নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ প্রদেশে নতুন করে ৭৭ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছে। প্রদেশটির হাসপাতালগুলোয় বর্তমানে প্রায় ৫২ জন কোভিড আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছেন মোট ১৫ জন। ভেন্টিলেশনে রয়েছেন ৫ জন।
বিশ্বের অন্যান্য দেশ যেখানে করোনায় নাস্তানাবুদ, সেখানে অস্ট্রেলিয়া করোনা সংক্রমণকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। করোনা মহামারি শুরু থেকে রোববার পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছে মাত্র ৩১ হাজারের সামান্য বেশি। আর মৃত্যুবরণ করেছেন ৯১১ জন।
বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে ৪০ বছর বয়সের উপরে ব্যক্তি এবং স্বাস্থ্য বা চাকরির কারণে করোনা রোগীর সংস্পর্শে আসার ঝুঁকিতে আছেন এমন নাগরিকদেরই শুধু ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ২৬ জুন নিজ বাড়িতে অবস্থান করার একটি আদেশ জারি করা হয় রাজধানী সিডনিতে। ডেলটার সংক্রমণে আক্রান্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পাওয়ায় লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় নিউ সাউথ ওয়েলস প্রশাসনের পক্ষ থেকে। বিধিনিষেধটি জারি থাকবে আগামী ১৬ জুলাই পর্যন্ত।