টিকা প্রদানে এগিয়ে থাকা উন্নত দেশ জার্মানিতে করোনার ভ্যাকসিনের বদলে স্যালাইন পুশের ঘটনা ঘটেছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের খবরে জানায়, কোভিড সংক্রমণ প্রতিরোধে চলমান ভ্যাকসিন কর্মসূচির মধ্যে প্রায় ৮ হাজার ৬০০ জনের শরীরে করোনা ভ্যাকসিনের পরিবর্তে স্যালাইন পুশের ঘটনা ঘটেছে।
খবর পাওয়ার পর স্থানীয় পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। তদন্তে রেড ক্রসের একজন নার্স এই ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ এখন ওই ৮ হাজার ৬০০ মানুষকে নতুন করে কোভিড টিকা নেওয়ার আবেদন জানিয়েছে।
ঘটনাটি উত্তর জার্মানির নর্থ সি কোস্ট এলাকার প্রত্যন্ত অঞ্চল ফ্রাইসল্যান্ডের। গত বসন্তের শুরুতে ঘটনা ঘটলেও সম্প্রতি ফাঁস হয়েছে ঘটনাটি। বসন্তের শুরুতে ওই নার্স ফ্রাইসল্যান্ডের কেন্দ্রে মানুষের শরীরে আসল করোনা টিকার পরিবর্তে ইনজেকশনের মাধ্যমে স্যালাইন পুশ করেন।
এদিকে স্থানীয় কর্তৃপক্ষ স্যালাইন গ্রহণকারী ৮ হাজার ৬০০ জনকে পুনরায় টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় কাউন্সিলর এসভেন অ্যামব্রোসি এই ঘটনায় ক্ষুব্ধ ও ব্যথিত বলে জানিয়েছেন।