কলকাতার ছবিতে নাম লেখালেন অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ ছবিতে অভিনয় করবেন মিথিলা। ওপার বাংলায় এটিই তার প্রথম চলচ্চিত্র।
শেক্সপিয়রের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি, এমনটি জানান পরিচালক রাজর্ষি। ছবিতে মিথিলার চরিত্রের নাম মায়া। অর্থাৎ নাম ভূমিকাতে অভিনয় করছেন তিনি।
মায়া প্রসঙ্গে পরিচালক রাজর্ষি বলেন, ম্যাকবেথ পড়ার সময়ই এটি নিয়ে কাজ করার ইচ্ছে জাগে। আমি আমার মতো করে গল্প রি-কন্সট্রাকশন করি। মিথিলা একটা স্ট্রং চরিত্র রূপায়ন করছে’।
কলকাতায় কাজ সংক্রান্ত বিষয়ে মিথিলা জানান, ‘এখানকার কাজের ধরণ আলাদা। নিজস্ব স্টাইল আছে। চরিত্র নিয়ে আপাতত কিছু বলতে পারছি না’।
আগস্টের প্রথম সপ্তাহে অবমুক্ত করা হবে মায়ার ফার্স্ট লুক। মিথিলা ছাড়া এতে আরও অভিনয় করেছেন কমলেশ্বর মুখার্জি, রাহুল, গৌরব চ্যাটার্জি, কণিকা ব্যানার্জি, দেবলীনা, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চ্যাটার্জি, সুদীপ্তা চক্রবর্তী।