কাজলের জন্মদিন আজ

0

ভারতের জনপ্রিয় হিরোইন কাজলের জন্মদিন আজ। ১৯৭৪ সালের ৫ আগস্ট মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। মা তনুজা অভিনেত্রী এবং বাবা শমু মুখার্জী ছিলেন প্রযোজক ও পরিচালক।

রক্তে যার বইছে অভিনয়, দূরে থাকেন কী করে! অভিষেক হশ ১৯৯২ সালে, ‘বেখুদি’ চলচ্চিত্রে। ছবিতে মা তনুজাও ছিল। ১৯৯৩ সালে শাহরুখ খানের সঙ্গে ‘বাজিগর’ ছবি দিয়ে প্রথম আলোচনায় আসেন।

১৯৯৫ সালে আসে কালজয়ী চলচ্চিত্র ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’। ছবিটি কাজলকে এক লাফে এগিয়ে নেয় সমসাময়িকদের চেয়ে। দর্শকমনে চিরস্থায়ী আসন তৈরি হয়।

১৯৯৪ সালে পরিচয় নায়ক অজয় দেবগনের সঙ্গে। ১৯৯৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কাজলের জনপ্রিয় ছবিগুলোর মধ্যে অন্যতম- কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম, ফানা, মাই নেম ইজ খান ইত্যাদি।

অসাধারণ অভিনয়ের জন্য পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কাজল। ২০১১ সালে ভূষিত হন ভারত সরকার কর্তৃক প্রদত্ত চতুর্থ সর্বোচ্চ ভারতীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পুরস্কারে।