তালেবানের আক্রমণের হাত থেকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ২০ হাজারের বেশি আফগানকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। আশ্রয় নেওয়ার তালিকায় অগ্রাধিকার দেওয়া হবে তালেবানের হামলার ঝুঁকিতে থাকা নারীনেত্রী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকেরা।
কানাডার অভিবাসনমন্ত্রী মার্কো মেনডিসিনো এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে রয়টার্স।
মার্কো মেনডিসিনো বলেন, এর পূর্বে কানাডা সরকারের হয়ে কাজ করা আফগানিস্তানের দোভাষী, দূতাবাসের কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের কানাডায় বসবাসের সুযোগ দেওয়ার কার্যক্রম নেওয়া হয়েছিল। সেটির ধারাবাহিকতায় এবার নতুন এই সিদ্ধান্ত নেওয়া হলো। তবে সংবাদ সম্মেলনে কখন থেকে আশ্রয় প্রদানের এ কার্যক্রম শুরু হবে সেটি জানাননি কানাডার অভিবাসনমন্ত্রী।
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে অভিবাসনমন্ত্রী বলেন, আফগানিস্তানের একের পর এক এলাকা ক্রমাগত দখলে করছে তালেবান। ফলে অসংখ্য আফগান জনগণের জীবন হুমকির মুখে পড়েছে৷ এদের মধ্যে বাছাই করে ২০ হাজার জনকে আশ্রয় দেওয়া হবে।
কারা নতুন সিদ্ধান্ত অনুসারে অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন সে ব্যাপারে ধারণা দিয়েছেন মার্কো মেনডিসিনো। তিনি জানান আফগানিস্তানে যারা বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন, যাদের জীবন সম্পূর্ণরূপে হুমকিতে তাদের তালিকায় নেওয়া হবে। এদের মধ্যে রয়েছেন নারীনেত্রী, মানবাধিকারকর্মী, সাংবাদিক, নিপীড়নের শিকার সংখ্যালঘু সম্প্রদায় ও সমকামীরা।