তীব্র দাবদাহে কানাডার কুইবেকে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। তার মধ্যে গত দুদিনে মন্ট্রিল শহরেই ১২ জনের মৃত্যু হয়েছে। গরমে হাসফাঁস করছেন মধ্য ও পূর্বাঞ্চলের বাসিন্দারাও। দেশটির আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
বুধবার মন্ট্রিল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে কুইবেকের গণস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নিহতদের বেশিরভাগের বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না।
বৃহস্পতিবার কুইবেকে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। আগামী দু’দিনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
কুইবেকের মন্ট্রিল, ওন্টারিওসহ কয়েকটি শহর ও গ্রামে জরুরি সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।