নিজের খেলা প্রথম বড় টুর্নামেন্ট আপন প্রতিভায় রাঙিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ২০১৮ বিশ্বকাপে মাত্র ১৯ বছর বয়স্ক এমবাপ্পের তেজ টের পেয়েছিল সবাই। কিন্তু দ্বিতীয় মেজর টুর্নামেন্টে এসেই যেন হোঁচট খেলেন তিনি। এমতাবস্থায় তার পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। হাত রেখেছেন কাঁধে।
এবারের ইউরোতে ৪ ম্যাচ খেলেও কোনো গোল পাননি এমবাপ্পে। এরপর গতকাল রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে পেনাল্টি শ্যুটআউটে দলের পঞ্চম শটটি নিতে এসে মিস করেছেন। তার এ ব্যর্থতায় ফ্রান্স ছিটকে পড়েছে টুর্নামেন্ট থেকে। শুরু হয়ে গেছে সমালোচনার ঝড়।
ফেবারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করা ফ্রান্স শেষ ষোলোতে পেয়েছিল সুইজারল্যান্ডকে। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও এক পর্যায়ে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ফরাসিরা। ৮০ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থাকা দলটি নির্ধারিত ৯০ মিনিট শেষ করেছে ৩-৩ সমতায়।
অতিরিক্ত সময়ের খেলা শেষে পেনাল্টিতে দুই দলের প্রথম নয়জনই নিজের কাজটা করতে পেরেছেন। কিন্তু ব্যর্থ হয়েছেন সবার শেষে পেনাল্টি নিতে যাওয়া এমবাপ্পে। সে ব্যর্থতার পরই শুরু হয়ে গেছে আলোচনা। একের পর এক সমালোচনার তির এরই মধ্যে বিঁধছে তাঁকে।
এমতাবস্থায় এমবাপ্পের পাশে এগিয়ে এসেছেন পেলে। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরই এমবাপ্পের পাশে দাঁড়িয়েছেন তিনি। টুইট করে বলেছেন, ‘কিলিয়ান, মাথা উঁচু রাখ! আগামীকাল তোমার নতুন যাত্রার প্রথম দিন।’