কোয়ার্টারেই শেষ হয়ে গেল ব্রাজিলের লড়াই

0
কোয়ার্টারেই শেষ হয়ে গেল ব্রাজিলের লড়াই

রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। রাশিয়ার কাজানে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামে ব্রাজিল এবং বেলজিয়াম। তাতে ব্রাজিলের জালে প্রথমার্ধের মধ্যেই দুই গোল দিয়ে এগিয়ে যায় বেলজিয়াম। ম্যাচের ১৩ মিনিটের মাথায় প্রথম একাদশে প্রথম বারের মতো সুযোগ পাওয়া ফার্নান্দিনহোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল।

৩১ মিনিটে ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বেলজিয়াম। এবারের ব্যবধান বাড়ান ডি ব্রুইনি। ম্যাচের ৭৬ মিনিটে গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ব্রাজিল। ব্যবধান কমিয়ে ২-১ করে সেলেকাওরা।

কাউন্টার অ্যাটাকে শুরু থেকে ব্রাজিলকে কোণঠাসা করে ফেলে বেলজিয়াম। নিজেদের রক্ষণ মজবুত রেখে বার বার ব্রাজিলে বক্সে ঢুকে পড়ে রেড ডেভিলসরা। দারুন দুই সেভ করেছেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন। এ ছাড়া তাদের কিছু দ্রুত গতির আক্রমণ ঠেকিয়ে দেয় ব্রাজিল।

এবার বেলজিয়াম তাদের ফুটবল ইতিহাসে স্বর্ণযুগ অতিবাহিত করছে। বেলজিয়াম তাদের শ্রেষ্ঠত্ব ধরে রেখে এ ম্যাচেও ২-১ গোলে অপরাজিত ব্রাজিলকে হারিয়ে শেষ চারের টিকিট কাটল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রান্স।

এইদিকে ব্রাজিলের বিদায়ের মধ্য দিয়ে রাশিয়ার বিশ্বকাপে আর কোনো লাতিন দল থাকল না। নিশ্চিতভাবেই এবারের বিশ্বকাপও যাচ্ছে ইউরোপের কোনো দেশে।

এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে সেমিফাইনালে উঠল বেলজিয়াম। এর আগে ১৯৮৬ সালের বিশ্বকাপে তারা সেমিফাইনালে খেলেছিল। কিন্তু সেমিফাইনালে তারা আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছিল। অন্যদিকে, বিশ্বকাপে ব্রাজিল এবার টানা চতুর্থবারের মতো ইউরোপের কোনো দলের কাছে হেরে বিদায় নিল। ২০০৬ সালে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফ্রান্সের কাছে হেরে ও ২০১০ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল।