কোথায় হবে ২০১৯ সালের আইপিএল?

0
কোথায় হবে ২০১৯ সালের আইপিএল

আইপিএল এর দ্বিতীয় আসরটি হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। এবারও একই সম্ভাবনা দেখা দিয়েছে। কারণটাও অভিন্ন। ২০১৯ সালে আইপিএলের সময় ভারতে সাধারণ নির্বাচন। নির্বাচনের ডামাডোলের মধ্যে ভারতে আইপিএল আয়োজন করতে চায়নি এর গভর্নিং কাউন্সিল। ১০ বছর পর আবারও একই সমস্যার মুখোমুখি টি-টোয়েন্টির জনপ্রিয়তম এই লিগ।

তবে এই বিষয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি। এই দিকে দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে তাদের তরফ থেকে ‘হ্যাঁ’ বলে রেখেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যদি আইপিএল দেশের বাইরে আয়োজন করতে চায়, তবে তারা দক্ষিণ আফ্রিকার কথা ভাবতে পারে বলে জানিয়েছে সিএসএ (ক্রিকেট সাউথ আফ্রিকা)।

বিগত ২০০৯ সালে আইপিএল সফলভাবেই তারা আয়োজন করেছিল। তা ছাড়া ঐতিহাসিকভাবেই দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের সংখ্যা অনেক বেশি। এর সঙ্গে ক্রিকেটপ্রেমী দক্ষিণ আফ্রিকানরা তো আছেই। দেশের বাইরে আয়োজন করলেও দক্ষিণ আফ্রিকায় আইপিএল জমজমাটই হওয়ার কথা।

তবে পুরো আসর নয়, শুধু নির্বাচনের সময়টায় দেশের বাইরে আইপিএল আয়োজন করতে চায়। বাকি অংশটা হবে ভারতেই।

টিকিট বিক্রি থেকে আসা অর্থের লাভজনক দিক হয়তো এই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করছে। বিসিসিআই অপেক্ষা করছে নির্বাচনের তারিখ ঘোষণার। এপ্রিল কিংবা মে মাসে নির্বাচন হওয়ার কথা। নির্বাচন যদি ২০১৯ সালের মে মাসের দিকে হয়, তাহলে পুরো আইপিএলই দেশের বাইরে সরে যেতে পারে। কারণ, নির্বাচনী প্রচারণার ডামাডোলেও ভারতে আইপিএল আয়োজন করতে ইচ্ছুক নয় গভর্নিং কাউন্সিল।