বর্তমান সময়ের সেরাদের একজন যার চাহিদা কিনা অকল্পনীয়। অভিনয়ে পারদর্শী হওয়া ছাড়াও হলিউডের এক আইকনিক সিম্বল। ছোট্ট রোলে প্রথম দেখেছিলাম Home Alone 3 তে। ভালমতো চিনি The Prestige আর The Island দেখার পর। এখন সবাই তাকে Black Widow নামে চিনে।
একটু ভিন্ন ধরণের সুন্দরি। চেহারায় একটা রুথলেসনেস আর ব্রুটালিটির ছাপ। কিন্তু তার ঐ রুক্ষতার মধ্যেও রয়েছে এক অপরূপ সৌন্দর্য। নায়িকার ভূমিকার পাশাপাশি তাকে বেশ কয়েকবার নেগেটিভ রোলেও দেখা গেছে। The Italian Job আমার দেখা প্রথম ছবি।
ইচ্ছা করেই তার একটা ইনোসেন্ট ছবি দিলাম। কিন্তু তার ফিল্ম দেখলে আপনি জানবেন তার আসল রূপ সম্পর্কে। বেশি না শুধু Basic Instinct 1&2 দেখলেই চলবে। আমার দেখা সবচাইতে ভায়োলেন্ট আর ভালগার। তার ফিল্ম দেখার আগে ফ্যান/এসি চালাতে ভুলবেন না।
Antonio Bendares এর সাথে তার বেশ ভাল একটা রসায়ন ছিলো একটা সময়। Desparado আর Once Upon A Time In Mexico দুটি দারুণ ছবি রয়েছে এই জুটির। তবে Salma Hayek মাথাটা নষ্ট করেছিলো From Dusk Till Dawn এ শাপের খেলা দেখিয়ে।
আমার কাছে সবচাইতে সুন্দরী স্প্যানিশ অভিনেত্রী। Vanilla Sky তে Tom Cruise এর অপজিটে প্রথম দেখেছিলাম। কিন্তু এখন আরও কয়েকগুণ বেশিই সুন্দরি হয়ে গেছে। তার ছোটবোন Monica Cruz আরেক সুন্দরী।
The Mask এ লাল ড্রেসটা পড়ে ব্যাংকের দরজা দিয়ে ঢুকার সময় ঢুকে গিয়াছিলো মগজের ভিতরেও। তবে এ ফিল্মে তাকে যেমন টকটকে দেখা গেছে তেমনটা অন্য আর কোন ফিল্মে দেখা যায় নি। কিন্তু আমার সবসময়ের পছন্দের সে। কমেডিতে বেশ দক্ষ। Knight and Day, Bad Teacher, Charlie’s Angels 1&2 এগুলো রয়েছে তার মধ্যে।
আমি কোন রাজকুমারীকে দেখিনি কিন্তু Rosamund Pike কে দেখেছি। Die Another Day এর সেই বন্ড গার্ল আজও রয়েছে ফ্ললেস।
কেমন যেন একটা মায়া রয়েছে তার চেহারায়। এক জাদুকরী মায়া। যে মায়ার জালে আটকে আছি আমি। The Ring এ প্রথম দেখি। তারপর একে একে Mulholand Drive, King Kong, The Ring 2, The Impossible, Dream House ইত্যাদি।
আমার অনেক শখের মধ্যে একটি অনেক বড় শখ ছিলো স্পাইডার ম্যানের মত উল্টা হয়ে ঝুলে তার কাছ থেকে চুমু খাবো। না হতে পারলাম স্পাইডি আর না পেলাম সেই চুমু। আফসোস!
Poison Ivy এর পয়েজন কিন্তু সাপের বিষের থেকেও খাতারনাক। এই বিষ একবার লাগলে যতই ওঝা দিয়ে ঝাড়ান না কেন বিষ কিন্তু আপনি নামাতে পারবেন না। অতএব সাবধান।
বলিউডে আমার লাভ ইন্টারেস্ট খুব কম। যে কয়জন আছে তার মধ্যে কাপুর বংশের এই মেয়ে উল্লেখযোগ্য। তার বড় বোন Karishma Kapoor এরও ভক্তের কমতি নেই। কিন্তু Kareena কেই আমার বেশি ভাল লাগে। ইদানীং আরও বেশি লাগে। কেন লাগে জানি না।
ক্রাশ কম্পাইলেশন : পর্ব-২
ক্রাশ কম্পাইলেশন : পর্ব-৩
ক্রাশ কম্পাইলেশন : পর্ব-৪
ক্রাশ কম্পাইলেশন : পর্ব-৫
ক্রাশ কম্পাইলেশন : পর্ব-৬
লেখকঃ Francis John Rozar