ক্রিকেট অস্ট্রেলিয়াকে অজি মিডিয়ার ধিক্কার

0

একদিনের ব্যবধানে বাংলাদেশের কাছে টানা দুইটি টি-টোয়েন্টি হারের পর অজি মিডিয়া সমালোচনার বাণে বিদ্ধ করছে দল ও বোর্ডকে। বাংলাদেশের সামনে এভাবে ভেঙে পড়বে অজিরা, তা কেউ ভাবেনি। মানতে পারছে না সেই দেশের গণমাধ্যম।

মুশফিকুর রহিমকে এই সিরিজে খেলাতে আপত্তি করে অস্ট্রেলিয়া। তার জায়গায় দারুণ খেলছেন তরুণ নুরুল হাসান সোহান। ‘সিডনি মর্নিং হেরাল্ড’ বিষয়টি তুলে ধরে লেখে, ‘নুরুল উইকেটকিপিং করছে।

ব্যাটিংয়ে নেই ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চের মতো তারকারা। কিন্তু বোলিংয়ে পূর্ণশক্তির দল আনে অস্ট্রেলিয়া। ফলস্বরুপ গত ৩০ বছরের মধ্যে জাতীয় দলের কোনো সিরিজ ব্ল্যাকআউট করেছে অজি মিডিয়া।

‘দ্য অস্ট্রেলিয়ান’ এর শিরোনামটা ভাবনা উদ্রেক তৈরি করছে অজি সমর্থকদের মনে। ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় হারে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ পরিকল্পনা এগুচ্ছে ভুল পথে, এমনটাই মত তাদের।