খালেদ মাহমুদ সুজন টাইগারদের অন্তবর্তীকালীন কোচ হতে পারে

0
খালেদ মাহমুদ সুজন টাইগারদের অন্তবর্তীকালীন কোচ হতে পারে

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর আসছেন না বলেই প্রায় নিশ্চিত হওয়া গেছে। সে প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন দলের হেড কোচের জন্য আর অপেক্ষা করতে চাচ্ছেন না।

খালেদ মাহমুদ সুজন টাইগারদের অন্তবর্তীকালীন কোচ হতে পারে

সে লক্ষ্যে মাশরাফি-মুশফিক-সাকিবদের অন্তবর্তীকালীন কোচ হতে পারেন দলের ম্যানেজার, বোর্ডের গেমস ডেভেলপমেন্টের প্রধান, সাবেক সহকারী কোচ, ঢাকা ডায়নামাইটস কোচ ও টাইগারদের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

আজ সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে পাপন জানান, পরবর্তী সিরিজ শুরু হওয়ার আগে যদি আমরা কোনো বাইরের কোচ না আনি বা ফাইনাল করতে না পারি তাহলে অবশ্যই আমাদের দেশি কেউ কোচ হবেন। এখানে খালেদ মাহমুদ আছে। তার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তার উপরেই দায়িত্ব দেয়া হবে।

উল্লেখ্য, হেড কোচ না হলেও বাংলাদেশ ক্রিকেটের সহকারী কোচের অভিজ্ঞতা আছে সুজনের। ডেভ হোয়াটমোর ও জিমি সিডন্স যখন বাংলাদেশ ক্রিকেটের হেড কোচ ছিলেন তখন খালেদ মাহমুদ সুজন সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে