গাজায় ইসরাইলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনি তরুণরা

0
গাজায় ইসরাইলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনি তরুণরা

ফিলিস্তিনি তরুণেরা গাজার উত্তরে ইসরাইলি বাহিনীর একটি ড্রোন ভূপাতিত করেছে বলে খবর পাওয়া গেছে।

সংবাদ মাধ্যম নিউ প্রেস এ ব্যাপারে জানায়, উত্তর গাজার তুবাসে অবস্থিত আল-ফারিয়া শরণার্থী শিবিরে থাকা তরুণদের চেষ্টায় ইসরাইলের একটি ড্রোন ধ্বংস করা হয়।

এদিকে, ইসরাইলের সেনাবাহিনীও তাদের লিস্টে থাকা একটি ড্রোন খোয়া যাওয়ার কথা স্বীকার করেছে।

বিধ্বস্তের ড্রোনটিকে ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার করে। তাদের দাবি, এক অভিযানের সময় কারিগরি সমস্যার ফলে ড্রোনটি বিধ্বস্ত হয়। এতে কোনো তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা নেই।

উল্লেখ্য, এর আগে গতকালও উত্তর গাজায় ইসরাইলের আরেকটি ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা ফিলিস্তিনি সূত্রে জানা গিয়েছিল। সম্প্রতি যে ড্রোনটি পাওয়া গেছে সেটি ‘স্কাই লার্ক’ মডেলের।

ইসরাইলি মিডিয়ার তথ্য অনুসারে, স্কাইলার্ক ড্রোনটির নির্মাতা হাইফাভিত্তিক একটি প্রতিষ্ঠান। এই ড্রোনগুলো পরিচালনা কর থাকে এদের আর্টিলারি বাহিনী। ইসরাইলের নিরাপত্তা বাহিনী যেসব ড্রোন ব্যবহার করে, তার মধ্যে এটি সবথেকে ক্ষুদ্র। এটি লাইভ ভিডিও প্রদান করে।